'আমাদের স্কুল' শব্দবন্ধটির মধ্যে কি জানি কি এক জাদু লুকিয়ে আছে। মনে পড়লেই আমরা হারিয়ে যাই সেই ফেলে আসা শৈশবে, নতুন যৌবনে। খুঁজে ফিরি সেইসব ফেলে আসা দিন, যখন সকালে কি দুপুরে প্রার্থনার মধ্যে দিয়ে সেশন আরম্ভ হতো। বন্ধুদের সঙ্গে খুনসুটি করা থেকে নানা বিষয়ে আলোচনা করা, কি হোমটাস্কের ব্যাপারে কথা বলা, পরীক্ষার আগের দুশ্চিন্তা কিংবা আজ ইস্টবেঙ্গল জিতবে কি মোহনবাগান - এমন সব আরও কতশত কাজ যে ছিল আমাদের কি বলবো।...
Read Moreনোটঃ
যাঁরা অনলাইনে সাবক্রিপশন আর ডোনেশন দেবেন তাঁরা অনুগ্রহ করে Remarks-এ নিজেদের -
ক) নাম
খ) ফোন নম্বর (হোয়াটসঅ্যাপ সহ)
গ) ই-মেল আইডি (যদি থাকে)
ঘ) এই স্কুলে শেষ যে পরীক্ষা দিয়েছেন (মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক)
ঙ) পরীক্ষা পাসের সাল ইত্যাদি অবশ্যই উল্লেখ করবেন।
পেমেন্ট করার পর অনলাইন পেমেন্টের 'স্ক্রিনশট' আমাদের ই-মেল আইডি-তে (ndschoolalumni@gmail.com) পাঠিয়ে দেবেন। আমরা রসিদ কেটে যথাসময়ে আপনাদের দেওয়া ই-মেল আইডি-তে তা পাঠিয়ে দেবো।
ধন্যবাদ।