The Alumni Association of NDBMM School

(Registered Alumni Association of Government Sponsored School)

প্রাক্তনী সমিতি - নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল

(সরকারী পৃষ্ঠপোষকতায় চালিত বিদ্যালয়-এর নিবন্ধিত প্রাক্তনী সমিতি)
Registration No. S0013684

স্কুলের প্রথম দিনটা আর শেষ দিনটা একই ছিল, চোখের জল ফেলেছিলাম দুই দিনই, কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা - একটা যাবার আনন্দ; আরেকটি বিদায়ের ব্যথা।...    জীবনের বোঝা বইতে গিয়ে আজ বুঝতে পারি - ছোটবেলার সেই স্কুলব্যাগটা মোটেই ছিল না ভারী!...

Reminences


স্বর্গীয় রেবতী কুমার কর
(২৭.০৫.১৯৪৭ - ১৬.১২.২০২৩)
প্রাক্তন শিক্ষক, নারায়ণদাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল

শোকবার্তা

গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রাক্তন মাষ্টার মহাশয়, শ্রী রেবতী কুমার কর, ১৬/১২/২৩ তারিখে প্রয়াত হয়েছেন। ওঁনার স্মরণে আমাদের এই শোকজ্ঞাপক প্রতিবেদনটি দেওয়া হল।

আমাদের স্যার শ্রদ্ধেয় রেবতীবাবু বাংলার অবিভক্ত মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। ওঁনার স্কুল-জীবন বিদ্যাপীঠ হাইস্কুলে কাটে। পরবর্তী সময়ে উনি কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে বোটানি অনার্স নিয়ে পাস করেন। ১৯৭২ সালে উনি আমাদের স্কুলে জীবন বিজ্ঞানের শিক্ষক হয়ে এসেছিলেন।

এরই সঙ্গে আমাদের খেলাধুলা ও শরীরচর্চার ভারও গ্রহণ করেন। সকল ছাত্রের প্রতি ওঁনার ভালোবাসা ও স্নেহ অপরিসীম ছিল। ছাত্ররাও ওঁনাকে সমীহ করত ও ভালোবাসত।

এখনও মনে পড়ে প্রতিদিন সময়মতো একটি কালো রাজদূত মোটর সাইকেলে চেপে, মুখে একটি সিগারেট নিয়ে ধীর গতিতে স্কুলে ঢুকতেন। অনেক সময়ে গাড়ীতে ঝোলানো ওঁনার ব্যাগের মধ্যে আমাদের জীবন বিজ্ঞানের কিছু মডেল থাকত। উনি সেইসব দেখিয়ে আমাদের ক্লাসের পড়ার বিষয়টা বোঝাতেন। তাতে আমাদেরও বুঝতে সুবিধা হতো। ক্লাসে ওঁনার পড়ানো এতটাই সহজ ছিল যে সকল ছাত্র সবটা বুঝতে পারত। পরবর্তী সময়ে বহু ছাত্র যারা ওঁনার সংস্পর্শে তখন এসেছিল তারা তাদের ব্যবহারিক জীবনে খুবই লাভবান হয়েছিল।

স্যারের শারীরিক গঠন সুঠাম ছিল। একজন ভাল খেলোয়াড়ের যেমন থাকা দরকার ঠিক তেমন। উনি ভাল ভলিবল খেলতেন। জেলা স্তরেও উনি ভলিবল খেলেছেন। এছাড়া টেবিল টেনিস, ফুটবল ইত্যাদি খেলাতেও উনি অত্যন্ত দক্ষ ছিলেন।

আজ স্যার আর আমাদের মধ্যে নেই। উনি আমাদের ছেড়ে তারাদের মাঝে স্থান করে নিয়েছেন। কিন্তু আজও আমাদের ভালোবাসা স্যারের প্রতি সেই আগের মতোই আছে। আমাদের বিশ্বাস যে উনি যেখানেই থাকুন আমাদের প্রতি ওঁনার স্নেহ ভালোবাসা একই রকম আছে।

আপনার হাত ধরে বেড়ে ওঠা আপনার আদরের সকল ছাত্র এই কামনা করি যেখানেই থাকুন ভালো থাকুন, শান্তিতে থাকুন স্যার।


'The Alumni Association of NDBMM School'-এর পক্ষে।



শোকবার্তা

গত দু'বছরের মধ্যে (২০১৯-২১) আমরা আমাদের কয়েকজন প্রাক্তনীকে হারিয়েছি। আমাদের পরম শ্রদ্ধেয় কয়েকজন শিক্ষক ও শিক্ষিকারও জীবনাবসান ঘটেছে ওই সময়ে। প্রাক্তনী সমিতির পক্ষ থেকে আমরা তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের স্বজন ও পরিবারকে সমবেদনা জানাই। যেসকল শিক্ষক ও শিক্ষিকা প্রয়াত হয়েছেন। তাঁরা হলেন - সুখেন্দু মোহন চৌধুরী, মায়া ব্যানার্জি। আর আমাদের প্রয়াত প্রাক্তন সহপাঠীরা হল - ডাঃ সুগত নন্দীরায়, সুদীপ্ত সেন, অনুপ সেনগুপ্ত, চিন্ময় দাসগুপ্ত।





2024 The Alumni Association of NDBMM School (Registered).